ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটকদের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
পর্যটকদের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পর্যটকদের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
তিনি বলেন, বাংলাদেশে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

এই বার্তা আমাদের বাইরে দেশে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে পর্যটন শিল্প সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ পযর্টন শিল্প বিষয়ক ‘মাইসকন বাংলাদেশ ২০১৬’ ফোরামে তিনি এ কথা বলেন।

অ্যাট আর্থ বাংলাদেশ ও কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ফোরামের প্রতিপাদ্য আনফোল্ডিং অপরচুনিটিজ অব মাইস ট্যুরিজম ইন বাংলাদেশ।
রাশেদ খান মেনন বলেন, আমাদের দেশে যারা পর্যটক হিসেবে আসবেন, তাদের সুবিধা-অসুবিধা খেয়াল রাখতে হবে। দেশে মাত্র দু’টি বড় এক্সিবিশনের স্থান। একটি বিআইসিসি আর বসুন্ধরা কনভেনশন সিটি। কিন্তু একটা সরকারি কাজে ব্যস্ত থাকে আরেকটা বেশ দূর হয়ে যায়। ফলে পর্যটকদের জন্য আমাদের স্থান সংকুলান কম বলা চলে। দেশের শিল্পপতিরা কনভেনশন সিটি নির্মাণে এগিয়ে এলে পর্যটন শিল্পের উন্নয়ন হবে।

মন্ত্রী বলেন, মাইস ট্যুরিজমের জন্য বাংলাদেশ উত্তম স্থান। দেশের সরকারের নীতিও পর্যটনবান্ধব। নিজেদের প্রয়োজনে আমাদের কনভেনশন সিটি নির্মাণে এগিয়ে আসতে হবে।

মাইস ট্যুরিজমের গুরুত্ব এবং তাৎপর্য উপস্থাপনের পাশাপাশি ফোরামে মাইস ট্যুরিজমের প্রচার ও প্রসারের স্বার্থে করণীয় সম্পর্কেও আলোচনা করা হয়।

একাত্তর টেলিভিশনের চিফ নিউজ এডিটর বায়েজীদ মিল্কী'র সভাপতিত্বে ফোরামে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বাংলাদেশ পযর্টন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ্জামান খান কবির, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন স্পোর্টস ট্যুরিজমের চেয়ারম্যান কবীর উদ্দিন আহমেদ, সেমস গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমসি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।