ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটন বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ বান্দরবান জেলা প্রশাসনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
পর্যটন বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ বান্দরবান জেলা প্রশাসনের

ঢাকা: দেশের পর্যটনকে আরও বেশি বিকশিত করতে এশিয়ান ট্যুরিজম ফেয়ারে সরকারি স্টল হিসেবে প্রথমবার যুক্ত হয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গিয়ে দেখা যায়, বান্দরবান জেলা প্রশাসনের ৬৯ নম্বর স্টলে ভ্রমণপিপাসুদের ভিড়।

স্টলে স্থান পেয়েছে বান্দরবানের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি, তথ্য।

এছাড়া বান্দরবান জেলা ভ্রমণে ডিসকভার বান্দরবান নামে একটি বই পাওয়া যাচ্ছে স্টলে। ভ্রমণকারীরা বইটিকে গাইড হিসেবে ব্যবহার করতে পারবেন।

জেলা প্রশাসনের স্টলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভ্রমণপিপাসু আমেরিকা নাগরিক ড. জন এল বাংলানিউজকে বলেন, বান্দরবান বাংলাদেশের একটি বড় পর্যটন স্পট। এটা অনেক সুন্দর। বাংলাদেশে ৮ বছর ধরে অবস্থান করছি। এছাড়া বাংলাদেশের নাগরিকরাও অনেক বন্ধুত্বপূর্ণ।

জেলা প্রশাসন স্টলের প্রতিনিধি মামুন বাংলানিউজকে বলেন, দেশের অন্যতম একটি পর্যটন স্পট বান্দরবান। এখানে রয়েছে ৪ লাখ ৪ হাজার ৯৩ জনের বসবাস। এখানে একবার ভ্রমণ করলে মন জুড়িয়ে যাবে। আমরা স্টলে আসা ভ্রমণপ্রিয় মানুষকে বান্দরবানের বিভিন্ন স্পট ঘুরে দেখতে আমন্ত্রণ জানাচ্ছি।

এশিয়ান ট্যুরিজম মেলায় এবার মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কোনো জেলা প্রশাসনের এ ধরনের মেলায় স্টল নিয়ে প্রচারণা চালানোর উদ্যোগটি ব্যতিক্রম।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রবেশ কুপনের বিপরীতে সবার জন্য থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্যে পঞ্চাশ শতাংশ ছাড়। এছাড়া র্যাফেল ড্র’র গিফট ভাউচারে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা- ইয়াংগুন-ঢাকা প্লেন টিকিট, হলিডে গিফট ভাউচারসহ নানা আকর্ষণীয় উপহার। তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার উদ্বোধন করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। মেলাটির আয়োজন করেছে পর্যটন বিচিত্রা।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসজে/ওএইচ/এএ

**
দেশীয় সংস্কৃতি তুলে ধরছে ফড়িং দ্য ট্রাভেলস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।