ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

১৭ হাজ‍ার টাকায় ভুটান ভ্রমণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
১৭ হাজ‍ার টাকায় ভুটান ভ্রমণ! আইসজেড এভিয়েশনের স্টলে দর্শনার্থীরা- ছবি- কাশেম হারুন

ঢাকা: ছবির দেশ ভুটান, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দর পাহাড় আর পরিপাটি এ দেশটি মাত্র ১৭ হাজার টাকায় ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে আইসজেড এভিয়েশন। ভ্রমণ পিপাসুরা এ প্যাকেজে অল্প খরচে সড়ক পথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ঘুরে আসতে পারেন ভুটান।
 

রাজধানীতে আয়োজিত ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৭ উপলক্ষে ভুটান ভ্রমণের প্যাকেজটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। শনিবার (৩০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ফেয়ারের শেষ দিনে স্টলটিতে দর্শনার্থীদের বেশ ভিড় দেখা যায়।

সবাই আগ্রহ নিয়ে প্যাকেজটি সম্পর্কে ধারণা নিচ্ছেন।  
 
থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের নানা ধরনের প্যাকেজ নিয়ে এসেছে আইসজেড এভিয়েশন। এর মধ্যে থাকছে সড়ক পথে ১৭ হাজার টাকায় ৪ দিন ৩ রাত ভুটান ভ্রমণের সুযোগ।  
 
প্যাকেজে থাকছে যাওয়া-আসার এসি গাড়ির টিকিট। টু-স্টার হোটেলে থাকার সুবিধা। থাকছে সকালে বুফেতে কমপ্লিমেন্টারি নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা। ভুটানের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা। বেড়ানোর জন্য ট্রান্সপোর্ট সুবিধা পাবেন পর্যটকরা।
 
আইসজেড এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল কবির বাংলানিউজকে বলেন, পর্যটন মেলা চলাকালে এ প্যাকেজ প্রযোজ্য। এরপর কেউ প্যাকেজটি নিতে চাইলে মেলার রেফারেন্স কার্ড দেখাতে হবে। তবে আকাশ পথে ভুটান যেতে চাইলে খরচ পরবে ৩৭ হাজার টাকা। আমাদের হাতে কেউ টাকা দিলে ঘুরিয়ে নিয়ে আসবো।  

২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান ট্যুরিজম ফেয়ারের শেষ দিন শনিবার। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।