ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

লেক-পাহাড়-ঝুলন্ত সেতুর হর্টিকালচার পার্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ৫, ২০১৯
লেক-পাহাড়-ঝুলন্ত সেতুর হর্টিকালচার পার্ক ঝুলন্ত সেতু

খাগড়াছড়ি: প্রকৃতির চোখ ধাঁধানো নান্দনিকতার কারণে দেশের অন্য সব জেলার চেয়ে অনেকটা ভিন্ন পার্বত্য জেলা খাগড়াছড়ি। জেলার সব পর্যটন স্পটে বছরজুড়ে থাকে ভিড়। এমন একটি স্পট হর্টিকালচার পার্ক। যেটি অনেকের কাছে জেলা পরিষদ পার্ক নামেও পরিচিত।

খাগড়াছড়ি শহরে প্রবেশমুখের পাশেই অবস্থতি পার্কটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। জেলার অন্য পর্যটন স্পটের পাশাপাশি লেক, পাহাড় ও ঝুলন্ত সেতুসহ প্রাকৃতিক সৌন্দর্যের পার্কটি দেখতে বাড়ছে পর্যটকদের ভিড়।

নাগরিক জীবনের ক্লান্তি-অবসাদ দূর করতে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে আসেন পর্যটকরা।
 
প্রায় ২২ একর জায়গা নিয়ে দুই পাহাড়ের ভাঁজে অবস্থিত পার্কটি এখন জেলার জনপ্রিয় স্পট। পার্কটির ভেতরে আছে কৃত্রিম লেক, লাভ পয়েন্ট, কিডস জোন, ঝুলন্ত সেতু, লেকে আছে নৌকা চড়ার সুবিধা। পর্যটকদের কথা মাথায় রেখে পুরো পার্কটি আধুনিকায়ন করা হয়েছে। দিনের মতোই অপরূপ রাতের দৃশ্য।
 
লেকচট্টগ্রাম থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা সন্দীপ চৌধুরী বলেন, সব সময় ব্যস্ততার মধ্যে থাকি। পরিবারকেও তেমন সময় দিতে পারি না। তাই সুযোগ পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে এসেছি। ভীষণ ভালো লাগছে। বাচ্চারা পার্কের কিডস জোন পেয়ে খুব খুশি।
 
পার্কে ঘুরতে আসা স্নীগ্ধা মাহমুদ বলেন, এখানে এসে বেশ ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্যটা বেশ মনোরম। লেক, ঝুলন্ত ব্রিজ। পারিবার নিয়ে ঘোরার জন্য আদর্শ স্থান।
 
লেকখাগড়াছড়ি হর্টিকালচার পার্কের দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা থোয়াই অংগ্য মারমা বলেন, পার্কে পর্যটকের সংখ্যা বাড়ছে। তাদের কথা মাথায় রেখে আমরা পার্কটি পর্যটকদের উপযোগী করে তুলছি। ইতোমধ্যে পার্কটিতে পর্যটকদের জন্য নতুন কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। যা অব্যাহত থাকবে।
 
এদিকে প্রিয়জনদের নিয়ে যেন নিরাপদে ভ্রমণ করতে পারেন সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, অন্য পর্যটন স্পটের মতো হর্টিকালচার পার্কে যথেষ্ট পর্যটক আসে। তাই সেখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া মোবাইল পেট্রল, সাদা পোশাকের ডিউটিও থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।