ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

পর্যটন

ইউপি নির্বাচন: সাজেকে বন্ধ থাকবে রিসোর্ট, পর্যটক প্রবেশ নিষেধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
ইউপি নির্বাচন: সাজেকে বন্ধ থাকবে রিসোর্ট, পর্যটক প্রবেশ নিষেধ ফাইল ছবি

রাঙামাটি: রোব-সোমবার (৬-৭ ফেব্রুয়ারি) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের কটেজ-রিসোর্টগুলো বন্ধ থাকবে।  

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে এমন তথ্য জানানো হয় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সারা দেশের মতো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ০৭ ফেব্রুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কারণে ০৬ ফেব্রুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী দু’দিন সাজেকের সব ধরণের পর্যটক গমন বন্ধ থাকবে।  

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ০৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে ৬-৭ ফেব্রুয়ারি সাজেকে পর্যটক গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে সব ধরনের যানবাহন। তবে ভোটের কাজে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।  
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।