ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ওয়াক কিক বক্সিংয়ে যাচ্ছে ত্রিপুরার নিষ্ঠা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
ওয়াক কিক বক্সিংয়ে যাচ্ছে ত্রিপুরার নিষ্ঠা ওয়াক কিক বক্সিংয়ে যাচ্ছে ত্রিপুরার নিষ্ঠা, ছবি: বাংলানিউজ

আগরতলা: হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী ‘ওয়াক কিক বক্সিং চ্যাম্পিয়ানশিপ’। এ প্রতিযোগিতা  ৩ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

এতে অংশ নেবেন ভারতের জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতায় স্বর্ণ পদক ও এশিয়ান প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ত্রিপুরার মেয়ে নিষ্ঠা চক্রবর্তী ও তার কোচ পিনাকী চক্রবর্তী।

রোববার (২২ অক্টোবর) আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা কিক বক্সিং অ্যাসোশিয়েশনের সভাপতি তথা সাবেক বিধায়ক অমিতাভ দত্ত।

নিষ্ঠা এ প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার জন্য তিনি তাকে ও তার কোচকে অভিনন্দন জানান ও প্রতিযোগিতায় নিষ্ঠার সাফল্য কামনা করেন।

নিষ্ঠা জানান, তার অনুশীলন ভালো হয়েছে এবং প্রতিযোগিতায় তার সাফল্যের বিষয়ে তিনি ও তার কোচ বিশেষ আশাবাদী বলেও জানান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।