ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, নভেম্বর ২৭, ২০১৯
ত্রিপুরায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ত্রিপুরা: ত্রিপুরায় ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ গ্রাম ব্রাউন সুগারসহ সুফিয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ সভেম্বর) উত্তর জেলার অন্তর্গত আসাম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। সুফিয়ান আসামের আসিমগঞ্জ এলাকার বাসিন্দা।

উত্তর জেলার পুলিশ সুপার ভানু চক্রবর্তী জানান, তাদের কাছে খবর ছিল, আসাম থেকে গোপনে ত্রিপুরা রাজ্যে মাদক প্রবেশ করছে। এমন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সবজির ব্যাগের মধ্য থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৩০ গ্রাম ব্রাউন সুগারসহ সুফিয়ানকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকগুলোর মূল্য প্রায় ৮০ লাখ রুপি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসসিএন/ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।