হজরত সালমান (রা.) বলেন, একবার নবী করিম (সা.) শাবান মাসের শেষদিন ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, তোমরা রমজান মাসে চারটি কাজ খুব বেশি করে করবে।
এই হাদিসের ভিত্তিতে উপরোক্ত দোয়ার চারটি বাক্য নি¤œরূপ-
أشهد أن لا إله إلا الله
উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
অর্থ : আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই।
أستغفر الله
উচ্চারণ : আস্তাগফিরুল্লাহ
অর্থ : আমি আল্লাহর কাছে মাফ চাই।
أسألك الجنة
উচ্চারণ : আসআলুকাল জান্নাহ্।
অর্থ : আমি আল্লাহর কাছে জান্নাত চাই।
أعوذ بك من النار
উচ্চারণ : আউজু বিকা মিনান নার।
অর্থ : আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই।
এই দোয়ার বাক্যগুলো মিলিয়ে একত্রে পড়া যাবে, ইচ্ছে করলে আলাদা আলাদাও পড়া যাবে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, জুন ১৯, ২০১৫
এমএ/