ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অপার মহিমার রমজান

অন্যের দেয়া খাবার দিয়ে ইফতারের দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ২১, ২০১৫
অন্যের দেয়া খাবার দিয়ে ইফতারের দোয়া

একবার হজরত নবী করিম (সা.) সাহাবি হজরত সাদ ইবনে উবাদার বাড়িতে গেলেন। গৃহস্বামী মেহমানদারির জন্য রুটি ও যাইতুন নিয়ে আসলেন।

তখন নবী করিম (সা.) আপ্যায়ন গ্রহণ করে বললেন-

أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ

উচ্চারণ : আফতারা ইনদাকুমস সায়িমুন ওয়া আকালা তয়াকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়িকা। -আবু দাউদ: ৩৮৫৬

অর্থ : রোজাদাররা আপনার কাছে ইফতার করুক। নেককাররা আপনার কাছে খাবার গ্রহণ করুক। ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করুক।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, জুন ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।