ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

‘আজকের দোয়া’

আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্যের দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্যের দোয়া

ক. হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ বাক্য দৈনিক এক শত বার পড়বে তার গুনাহ মাফ করা হবে। যদিও তা সাগরের ফেনা পরিমাণ হয়।

-সহিহ বোখারি : ৬৪০৫ ও সহিহ মুসলিম : ৭০১৮

খ. হজরত আবু যর (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) ইরশাদ করেন, আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় বাক্যটি আমি কি তোমাকে শেখাবো? আমি নিবেদন করলাম, হ্যাঁ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যটি আমাকে শেখান। তিনি বললেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্য হলো-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। -সহিহ মুসলিম : ৭১০২

অর্থ : আমি পবিত্রতা ঘোষণা করছি ও প্রশংসা করছি আল্লাহতায়ালার।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘন্টা, জুন ২৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।