হজরত বারা (রা.) বর্ণনা করেন, আমরা যখন নবী করিম (সা.)-এর পেছনে নামাজ পড়তাম তখন তার ডান দিকে থাকা পছন্দ করতাম। কেননা, তিনি নামাজ শেষে আমাদের দিখে মুখ করে বসতেন।
رَبِّ قِنِى عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
উচ্চারণ : রাব্বি কিনী আজাবাকা ইয়াউমা তাবয়াছু ইবাদাকা। -সহিহ মুসলিম: ১৬৭৬
অর্থ : হে আমার প্রভু! আমাকে তোমার আজাব থেকে রক্ষা কর। যেদিন তুমি তোমার বান্দাদের উঠাবে (হাশরের দিন)।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘন্টা, জুন ২৮, ২০১৫
এমএ/