হে পবিত্র মাস রমজান,
তোমার বেড়েছে কতইনা সম্মান।
এই ধরনীর বুকে ছায়ায় ঘেরা সবুজের মাঝে,
আগে থেকেই তোমার আগমনের বার্তা শুনে।
খুশির ঢেউ লেগেছে আজ ক্ষণে ক্ষণে,
প্রতিটি মুমিন লোকের অন্তরের কোণে।
দীর্ঘ একটি বৎসর পরে,
তুমি আবার এসেছ মোদের ঘরে।
তাই, আজ মোরা মুসলিম পরিবার,
তোমাকে জানাই ছালাম শত শত বার।
এই বিশ্ব ভূ-মন্ডলে তোমার আসার কথা শুনে,
আগের চেয়ে নামাজীর সংখ্যা গিয়েছে অনেক বেড়ে।
আল্লাহপাক তাঁর রহমতের ছায়া দিয়ে,
সকল মসজিদই যেন রেখেছেন ঘিরে।
প্রতিটি মসজিদেই চলেছে অবিরাম,
সুমধুর কণ্ঠে পবিত্র কালাম।
সৃষ্টিকর্তা নিজেই করবেন দান,
যারা রেখেছে তোমারই মান।
তোমাকে পেয়ে যে করবে নেক আমল,
অন্য মাসের তুলনায় পাবে সে সত্ত্বর গুণ।
ছাহরী খেয়ে নাও-ওরে অবুঝ মন,
তুমি আর গভীর ঘুমে থাকবে কতক্ষণ।
শুধু না খেয়ে থাকাটাই কি রোজা হতে পারে?
কেটে যায় সারাদিন মোদের খোদারই ভয়ে
দুপুর গড়িয়ে যতই বিকেল হতে থাকে,
ইফতারের আয়োজন চলে তড়িঘড়ি করে।
কি-যে খুশি লাগে আযানের পরে,
যখন সকলে মিলে ইফতারে বসে।
খোদার প্রেম ও ভালবাসা যদি অন্তরে থাকে,
না খেয়েও মনে বড় তৃপ্তি লাগে।
হে খোদা তোমার কাছে করি মুনাজাত,
এই মাসের উছিলায় আমাকে তুমি করে দাও মাফ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, জুন ২৯, ২০১৫
এমএ/