নাটোর: অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের ভেতর নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে মুক্তি দিন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জিয়া পরিষদ নাটোর আয়োজিত স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা নির্বাচনকে পেছানোর জন্য ষড়যন্ত্র করছেন, তারা মনে রাখবেন—বাংলাদেশের মানুষ এত বোকা নয়; তারা দ্রুত নির্বাচন দেখতে চায়। তাই দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিন।
সেমিনারে সভাপতিত্ব করেন নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সেমিনারে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে-বিদেশে বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। দলের অভ্যন্তরেও অনেকে ত্যাগী নেতাদের সম্পর্কে কেন্দ্রে মিথ্যা ভুল তথ্য দিয়ে ডোবানোর চেষ্টা করছেন। এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নাটোর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না।
অন্যের মধ্যে বক্তব্য দেন—জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাবসহ পরিষদের নেতারা।
সেমিনার শেষে একটি মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসআরএস