ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

খালে ভেসেছিল দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ  

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
খালে ভেসেছিল দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ   প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালাউদ্দিন (৩৫) নামে এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সালাউদ্দিনের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে গেছে। তিনি বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। এসময় তারা মরদেহটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক বলেন, সালাউদ্দিন ভাই প্রায় দেরিতে বাড়িতে ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি 
থেকে বেরিয়ে যান। পরে আর ফেরেননি। বিকেলে দৌঁড়েরবাজার এলাকার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি দিনমজুর ছিলেন। খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এলাকায় কারও সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। তার হত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আমাদের ধারণা, কেউ তাকে হত্যার করে মরদেহ খালে ফেলে গেছে। মরদেহটি ভাসতে ভাসতে এখানে এসেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫     
বিবিবি/আরএ                                 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।