ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আড়িয়াল খাঁ নদীতে মিলল বিশালাকার নোঙর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, অক্টোবর ২৩, ২০২৫
আড়িয়াল খাঁ নদীতে মিলল বিশালাকার নোঙর নদী থেকে উদ্ধার হওয়া নোঙর।

বরিশালের আড়িয়াল খাঁ নদী থেকে জেলেরা উত্তোলন করেছেন শতবর্ষী একটি বিশালাকার নোঙর। যার ওজন আনুমানিক দেড় থেকে দুই টন হবে বলে ধারণা করছে জেলেরা।

গত দুইদিন ধরে ডুবুরিদের সহায়তায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর গ্রামের জেলেরা নোঙরটি উঠিয়েছে।  

জেলে জসিম বলেন, নদীতে পাঙাশ মাছ ধরার জন্য জাল ফেলা হয়। নদীতে জাল ফেললে দেখি জাল আটকে যায়। অনেক জাল নষ্ট হয়ে যায়। আমরা প্রথমে মনে করেছিলাম গাছের গোড়া হবে। গাছের গোড়া না কি জানার জন্য ডুবুরি এনেছি। প্রথমে একটি গাছের গোড়া উঠানো হয়। পরে দুইদিন মাটি খুঁড়ে পাঁচজন ডুবুরিসহ ৫০/৬০ জন লোক নোঙরটি উঠিয়েছে। খরচ হয়েছে ৪০/৫০ হাজার টাকা। আমাদের ধারণা নোঙরটি ব্রিটিশ আমলের। নোঙরটি লম্বায় সাত ফুট। ওজন কত বলতে পারি না।

তিনি আরো বলেন, পাকিস্তান আমলের বড়ো বড়ো জাহাজে এগুলো থাকতো। ধারণা করছি কোনো জাহাজ থেকে ছিঁড়ে পড়ে গেছে। তারা আর খুঁজে পায়নি।

স্থানীয়দের ধারণা নোঙরটি দেড় থেকে দুই টন ওজনের হবে।  

স্থানীয় প্রবীণ জেলে জামাল পঞ্চায়েত বলেন, তার বয়স ৭০ বছর। তিনি কখনো আড়িয়াল খাঁ নদীতে বড়ো ধরনের কার্গো দেখেননি। আমার জন্মের আগে নদীতে এটা পড়েছে। ধারণা করা হচ্ছে একশ বছর আগের।  

জেলে ইউসুফ আলী বলেন, নোঙরটি দুই থেকে তিন লাখ টাকার জাল ছিঁড়ে গেছে। তখন ডুবুরি এনে দুইদিন চেষ্টা করে উঠানো হয়। এখন উঠিয়ে রাখা হয়েছে। কি করা হবে সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, এটা রাষ্ট্রীয় সম্পদ। বিআইডব্লিউটিএকে অবহিত করাসহ তিনি নিজেও ঘটনাস্থল যাবেন। কি করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।