ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, অক্টোবর ২৩, ২০২৫
খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা প্রতীকী ছবি

খুলনা: খুলনায় পারিবারিক কলহের জেরে ডলি বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫০)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে মহানগরীর লবণচরার ৪ নাম্বার কাশেম সড়ক সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নাজমুল হাসান মোল্লা স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বাংলানিউজকে বলেন, নাজমুল হাসান ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি জখম করে হত্যা করেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতককে স্থানীয়রা গাছের সঙ্গে বেঁধে রেখে পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে নাজমুল হাসান মোল্লা তর্ক-বিতর্কের এক পর্যায়ে ডলি বেগমকে ধারালো ছুরি দিয়ে গলায়, বাম গালে, বুকে ও কোমরে রক্তাক্ত জখম করেন। প্রতিবেশীরা ডলি বেগমের চিৎকার শুনতে তার ঘরে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । ডলি বেগমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডলি বেগমের স্বামীকে প্রতিবেশীরা ধরে রাখে এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ