ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‘ধানের শীষের পক্ষে মানুষের আস্থা আছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, অক্টোবর ২২, ২০২৫
‘ধানের শীষের পক্ষে মানুষের আস্থা আছে’ নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী। আমরা তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণে যে ৩১ দফা দিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।

এখানে অভূতপূর্ব সাড়া আসছে। ধানের শীষের পক্ষে মানুষের আস্থা আছে।

বুধবার (২২ অক্টোবর) ফতুল্লার কুতুবপুরে ৩১ দফার প্রচার ও ধানের শীষের গণসংযোগের সময় একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেকে বিএনপির প্রতি মানুষের আস্থাকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল করতে অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা মানুষকে প্রকৃত বিএনপি কেমন সেটা তুলে ধরতে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এখানে দীর্ঘদিন উন্নয়ন হয়নি। ফ্যাসিস্টদের দিয়ে উন্নয়ন না হওয়াই স্বাভাবিক। আমরা মানুষের কাছে যাচ্ছি। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে প্রত্যাশা রয়েছে। সেটা আমরা আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটাবো। বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার মানুষের চাহিদ অবশ্যই আমরা পূরণ করবো।

এ সময় স্থানীয় জনগণের মাঝে প্রচারের সময় মানুষ ব্যাপক সাড়া দেন।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।