ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পরকীয়ার অভিযোগে নারীকে মারধর ইউপি সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, অক্টোবর ২২, ২০২৫
পরকীয়ার অভিযোগে নারীকে মারধর ইউপি সদস্যের পরকীয়ার অভিযোগে নারীকে মারধর

কুমিল্লা: পরকীয়ার অভিযোগে এক নারীকে মারধর করেছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। ঘটনাটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাটি গত ১৬ অক্টোবরের।

স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হন শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল হোসেন। আর নারীকে মারধর করেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমান। অভিযুক্ত নারী দুই সন্তানের জননী এবং পুরুষ পক্ষ চার সন্তানের জনক।

ভাইরাল হওয়া দুই মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য বজলুর রহমান ওই নারীকে লাঠি দিয়ে বেদম মারধর করছেন। এ সময় মারধর বন্ধ করতে আকুতি জানাচ্ছিলেন নারীটি। পাশে বসে ছিলেন আটক যুবদল নেতা বিল্লাল হোসেন।

এ বিষয়ে ইউপি সদস্য বজলুর রহমানের মোবাইলফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি গত ১৬ অক্টোবর বা তার আগের। তবে মঙ্গলবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পরই ওই ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠানো হয়, কিন্তু তিনি ততক্ষণে পালিয়ে যান। জানতে পেরেছি, ঘটনার পর পরকীয়া অভিযুক্ত পুরুষ ও নারীকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।