ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
গোপালগঞ্জে দুই সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন

গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন চলাকালে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা।

এসময় মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন।

এ ঘটনায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, হামলার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত শুক্রবার জেলা শহরের মডেল স্কুলের সামনে চাঁদাবাজ আখ্যা দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি'র) সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।