ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণ লুট

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চর গোলকনগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনিয়নের চর গোলকনগর গ্রামের আইনুদ্দিন শেখের ছেলে টিপু সুলতান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। মঙ্গলবার রাত ১০টার দিকে খাবার খেয়ে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েন। এরপর রাত আড়াইটার দিকে ছয়/সাতজনেরও একদল অস্ত্রধারী ডাকাত প্রবাসী টিপু সুলতানের বাসার বারান্দার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা টিপু সুলতানের স্ত্রী সুম্মা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।