ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ট্রাকচাপায় বাদল মোল্লা (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে হামদহ আল হেরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মোল্লা পেশায় একজন নৈশপ্রহরী। তিনি একই উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়ার বাসিন্দা। তিনি আলহেরা স্কুল মোড়ের একটি মার্কেটে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে দায়িত্ব পালনের একপর্যায়ে বাদল মোল্লা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় যশোরের দিক থেকে আসা ঝিনাইদহ শহরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআই