ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২  দুর্ঘটনাকবলিত স্থান

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।  

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া গ্রামের আকরামের ছেলে ভ্যানচালক আয়ুব আলী ও একই উপজেলার গড় পিংলাই গ্রামের একেন আলী (৫০)।  

জানা গেছে , ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের জয়নগর বাজারের দিকে ভ্যান নিয়ে যাত্রীসহ আসছিলেন আয়ুব আলী। পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান একেন আলী। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আয়ুব।

ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।