ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কিশোরগঞ্জে চার আওয়ামী নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
কিশোরগঞ্জে চার আওয়ামী নেতা কারাগারে

নীলফামারী: যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং বড়ভিটা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় চার আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, এসব আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের বিভিন্ন স্থান হতে গ্রেপ্তার করা হয়। যুবলীগ নেতা ও রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলার আসামি মেলাবর নাপিত পাড়া গ্রামের মৃত কমলা চন্দ্র শীলের পুত্র কনক চন্দ্র শীল (৬০), মেলাবর বালাপাড়া গ্রামের মৃত দৌলতের পুত্র হাফিজুল ইসলাম (৩৪), কেশবা যুগিপাড়া গ্রামের খোকা নাথের পুত্র ভবেশ চন্দ্র (৩৫) এবং বিএনপি অফিস ভাঙচুরের মামলার আসামি মুশা পাকার মাথার হায়দার ইসলামের ছেলে মামুন ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মগোপনে থাকা আসামি আওয়ামী লীগের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেলাকারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।