নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক কাজী মনোয়ার হোসেন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাজী মনোয়ার ওই এলাকার আওয়ামী লীগ নেতা মৃত কাজী ওমর আলীর ছেলে। তিনি সৈয়দপুর পৌরসভার কয়েক টার্মে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় কাজী মনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে
আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এসআরএস