ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

চাঁদপুরে উচ্ছেদের খবরে শতাধিক দোকান সরালেন ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
চাঁদপুরে উচ্ছেদের খবরে শতাধিক দোকান সরালেন ব্যবসায়ীরা উচ্ছেদের খবরে দোকান-মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

চাঁদপুরে সড়কের পাশ থেকে উচ্ছেদের খবর পেয়ে শতাধিক অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে পৌরসভার বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে, ব্যবসায়ীরা তাদের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি নিরসনে সরকারের দুটি সংস্থা যৌথভাবে উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

চাঁদপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছেন। জেলা প্রশাসক তাদের আবেদন মঞ্জুর করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে জরিমানাসহ কঠোর উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজকৃত সব স্থাপনা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। চার মাস আগে ব্যবসায়ীদের স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ধাপে ধাপে পুরো সড়ক এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এদিন সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।