ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, এপ্রিল ২৬, ২০২৫
ঝিনাইদহে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হরিণাকুণ্ডু জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তব্য দেন— ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেনসহ অন্যান্যরা।

সম্মেলনে বক্তারা— মহিলা দলের নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের কাজ করবে বলে আশা ব্যক্ত করেন। সেই সঙ্গে যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।

সম্মেলনের দ্বিতীয় অংশে রেহেনা খাতুনকে সভাপতি ও আঞ্জুমানা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।