ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ব্রিজের নিচে মিলল নিখোঁজ গৃহবধূর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ব্রিজের নিচে মিলল নিখোঁজ গৃহবধূর মরদেহ

বরিশাল: অফিসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ জেসমিন আক্তার (২৮)।

নিখোঁজের চারদিন পর জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার একটি স্টিল ব্রিজের নিচ থেকে জেসমিন আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে। নিহত জেসমিন আক্তারের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্রমতে, নিহত জেসমিন আক্তার বরিশাল নগরের কাশিপুর এলাকায় তার মায়ের সঙ্গে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয়। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর জেসমিন আর বাসায় ফেরেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর ২৫ এপ্রিল তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।