ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাবেক আইনমন্ত্রীর এপিএসের শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, এপ্রিল ২৯, ২০২৫
সাবেক আইনমন্ত্রীর এপিএসের শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজে দুদক

ব্রাহ্মণবাড়িয়া: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউছার ভুইয়া জীবনের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

এসব সম্পদ তিনি মাদক ব্যবসা, সীমান্তে গরু পাচার, বদলি ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) তার অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মকবুল নামে এক বিএনপি কর্মী হত্যা মামলা ও কয়েকটি বিস্ফোরক মামলায় রাশেদুল কাউছার ভুইয়া বর্তমানে জেলহাজতে আছেন।

দুর্নীতি দমন কমিশন ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউছার ভুইয়া জীবনের বিরুদ্ধে মাদক ব্যবসা, ভারত সীমান্তে গরু পাচার, বদলি ও টেন্ডার বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে শত কোটি টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জীবন ও তার স্ত্রী লুৎফুন নাহার, তার সহচর আওয়ামী লীগ নেতা উত্তম কুমার চক্রবর্তী ও উত্তমের স্ত্রী কৃষ্ণা কাবেরী চক্রবর্তীর স্থাবর সম্পদের তথ্য যাচাই করে আগামী মে মাসের ৫ তারিখের মধ্যে প্রতিবেদন দিতে আখাউড়া সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।  

গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে ডাকযোগে পাঠানো হয় এ চিঠি। এর আগের দিন বুধবার চিঠিতে স্বাক্ষর করেন দুদকের তদন্তকারী কর্মকর্তা।

আখাউড়া সাব-রেজিস্ট্রার সায়মন ইমতিয়াজ জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তার কার্যালয়ে এ চিঠি পৌঁছায়। চিঠির বিবরণ অনুযায়ী তথ্য যাচাই করে প্রতিবেদন পাঠানো হবে দুদকে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।