ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ডুমুরিয়ায় ট্যাংক লরির চাপায় ২ নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, এপ্রিল ৩০, ২০২৫
ডুমুরিয়ায় ট্যাংক লরির চাপায় ২ নারী নিহত

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্যাংক লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন।

বুধবার (৩০ এপ্রিল) ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 নিহতরা হলেন, ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) ও একই এলাকার ফজর আলী সরদারের স্ত্রী রোকেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানান, রিজিয়া ও রোকেয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। খুলনা থেকে ছেড়ে যাওয়া একটি  ট্যাংক লরি ডুমুরিয়ার চুকনগর-যশোর সড়কের আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্যাংক লরিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ডুমুরিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দুই পাশের সড়ক আটকে দিলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি।

এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।