রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত মোট ২৬টি বিভাগ এই ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত।
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট https://application.ru.ac.bd/ এ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। তবে এজন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে। আর প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
আখতার হোসেন মজুমদার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৪৮ হাজার ১১০ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৩৯ হাজার ৭৬৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৭ হাজার ৫০১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৪ দশমিক ১ শতাংশ। আর পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯।
এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৪৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ হাজার ৯৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৩২ দশমিক ৬৬ শতাংশ। আর পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ২ হাজার ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭৩৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক ৯৭ শতাংশ। আর পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ University of Rajshahi থেকে দেখা যাবে।
এসএস/আরবি