ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

সারাদেশ

এনা পরিবহনের চলন্ত বাসে ঢিল, চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, মে ৬, ২০২৫
এনা পরিবহনের চলন্ত বাসে ঢিল, চালক আহত এনা বাস

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এনা পরিবহনের একটি চলন্ত বাসে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বাসচালকের মাথায় রক্তাক্ত জখম হয়েছে।


 
সোমবার (৫ মে) রাত ১১টার দিকে উপজেলার কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত চালক গিয়াস উদ্দিনকে (গিয়াস মিয়া) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের (নম্বর ১৪-৮৩৫৫) বাসটি রাত ১১টায় কায়সারনগর পৌঁছালে দুর্বৃত্তরা ঢিল ছোড়ে। গাড়ির কাঁচ ভেদ করে একটি ঢিল চালকের মাথায় লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে রাস্তার পাশে নামিয়ে দেন। তবে এতে কোনো যাত্রী আঘাতপ্রাপ্ত হননি।
 
আহত চালককে উদ্ধার করে প্রথমে ওলিপুরে প্রাণ আরএফএল হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রাত ১২টায় মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এতথ্য দিয়ে জানান, ‘চলন্ত এনা বাসে ঢিল ছোড়া হয়েছে। পরে এ ঘটনাকে গুলি ছোড়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়। ’

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।