ঢাকা: রাজধানীর হাতিরপুলে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান আশু (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরুল কবির মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, হাতিরপুল পুকুরপাড় ফ্রি স্কুল স্ট্রিটে কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। আজ ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান হয়।
তিনি জানান, নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায়, নিহতের নাম শাহীনুর রহমান আশু। তার বাবার নাম আবেদ আলী। বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামে।
এদিকে হাতিরপুল এলাকার আব্দুল আজিজ নামে এক মুদি দোকানি জানান, ওই ব্যক্তিকে বুধবার (৭ মে) থেকে রাস্তায় দেখা যাচ্ছিল। তার পরনের ময়লা পোশাক দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছিল। অসুস্থ ছিলেন তিনি। এলাকার লোকজনই তাকে খাবার দিয়েছিল।
এজেডএস/এএটি