ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ১০, ২০২৫
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।  শনিবার (১০ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

এদিন বিকেল ৩টায় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ। জেলার ওপর টানা তিনদিন ধরে এই তাপপ্রবাহ বিরাজ করছে।

প্রচণ্ড গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দিনের বেশিরভাগ সময় রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে, যানবাহন চলাচলও কমে গেছে। খেটে খাওয়া দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষজন জীবিকার তাগিদে বাইরে বের হলেও গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন। কাজের অভাবে অনেকে অলস সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ কাজ পেলেও গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন। শহরের বিভিন্ন স্থানে শরবতের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

কোর্ট মোড় এলাকার ব্যাটারিচালিত ইজিবাইকচালক আবুল কালাম বলেন, সকাল থেকে রাস্তায় ঘুরছি, কিন্তু যাত্রী নেই। এখন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি।
শরবতের দোকানি লিল্টন হাসান বলেন, মানুষ তৃষ্ণা মেটাতে শরবত খাচ্ছে, তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষের সংখ্যা অনেক কম।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, জেলার তাপমাত্রা ক্রমেই বাড়ছে। আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এসময় রাত ও দিনের তাপমাত্রায় বিশেষ পার্থক্য থাকবে না। তবে আগামী মঙ্গলবারের (১৩ মে) পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।