ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মে ২৪, ২০২৫
হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

চাঁদপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোবারক কাজী (৬৩) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার মোবারক কাজী হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজীবাড়ির মৃত লাল মিয়া কাজীর ছেলে। তিনি মামলার ৬ নম্বর এজহারভুক্ত আসামি।  

ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) দিনগত রাতে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে মোবারককে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ মামলায় এর আগে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়া মামলার আরও কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে বিএনপি নেতা ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে নির্মমভাবে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে হিমেল বাদী হয়ে ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়।

** হাজীগঞ্জে ছাত্র আন্দোলনে নিহত আজাদের মরদেহ উত্তোলন
** হত্যা মামলা: চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার
** হাজীগঞ্জে আজাদ সরকার হত্যায় ৪০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।