সিলেট: সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নজরদারিকালে বিজিবি তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে।
বিজিবি সিলেট ১৯ ব্যাটালিয়ননের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বিএসএফের বাংলাদেশে পাঠানো ২১ জনকে আটক করা হয়েছে। আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
এনইউ/জেএইচ