ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ভারতে পালিয়ে থাকা অনিক হত্যার আসামি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ২৪, ২০২৫
ভারতে পালিয়ে থাকা অনিক হত্যার আসামি গ্রেপ্তার 

বরগুনায় আলোচিত কলেজছাত্র অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) সকালে বরগুনা সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের বাসিন্দা, আবদুস সত্তার গাজীর ছেলে।

২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কে নির্মম হত্যার শিকার হন কলেজছাত্র অনিক। কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাকে ডিশ লাইনের তার দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর হত্যাকারীরা অনিকের বাবার কাছে মুক্তিপণ হিসেবে দাবি করে তিন লাখ টাকা। ঘটনার ১৮ দিন পর, সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় অনিকের মরদেহ।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৭ আগস্ট প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান বলে জানায় পুলিশ। সম্প্রতি দেশে ফিরে ফের আত্মগোপনে থাকলেও প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশের একটি বিশেষ টিম।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, দীর্ঘদিন পলাতক থাকা আসামি সালাউদ্দিন গাজী দেশে ফিরে তালতলীর ফকিরহাট এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের একজনকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছে এটা স্বস্তির খবর। তবে আমি চাই, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তা দ্রুত কার্যকর হোক।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।