নাটোর: আমার বাংলাদেশ পার্টির (এবি-পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ম্যান্ডেট নিয়ে আলোচনা করবে সাধারণ মানুষ, রাজনৈতিক দল। বর্তমান সরকার হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার।
শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সেনাপ্রধানের সমালোচনা করে বলেন, মানবিক করিডোর বা দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ নিয়ে আলোচনা আপনি পাবলিক ফোরামে করতে পারেন না। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। তাকে বলেন, এটা হওয়া উচিত, এটা উচিত নয়।
এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি? চৌদ্দশ' শহীদের জীবনের বিনিময়ে এ দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্তি হয়েছি। বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। ১/১১ সময় ফখরুদ্দিন-মঈনউদ্দিনরা মিলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করেছিল। আবারও একই পুনরাবৃত্তির দিকে যাচ্ছে দেশ।
এবি-পার্টর সাধারণ সম্পাদক আরও বলেন, ভারতের গোলামিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা মীরজাফরির শামিল বলে অভিযোগ করে ফুয়াদ বলেন, সেনাপ্রধানের এ ধরনের কথা বলার এখতিয়ার ২৪’র গণঅভ্যুত্থান উনাকে কেন, কাউকেই দেয়নি।
তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪'র গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সেভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামেনি। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সবাই নাই হয়ে যাবো।
এ সময় আরও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাদ টুটুল এবং নাটোর জেলা কমিটির নেতারা।
জেএইচ