ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

মাটিরাঙ্গা সীমান্তে ১৯ জনকে ‌‘পুশ ইন’ করল বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মে ২৬, ২০২৫
মাটিরাঙ্গা সীমান্তে ১৯ জনকে ‌‘পুশ ইন’ করল বিএসএফ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।  এ নিয়ে তিন দফায় খাগড়াছড়ির সীমান্ত দিয়ে মোট ১০৪ জনকে ‘পুশ ইন’ করেছে ভারত।

সোমবার (২৬ মে) ভোরে তাইন্দং ইউনিয়নের আচালংপাড়া সংলগ্ন ফেনী নদী হয়ে প্রবেশ করেন। বর্তমানে তারা আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।  

স্থানীয় যামিনী পাড়া জোনের কৃষ্ণ দয়ালপাড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে সীমান্তের ফেনী নদী দিয়ে পাঁচটি পরিবারের নারী ও শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারত।

ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম জানান, ভোরে বিজিবি নারী ও শিশুসহ ১৯ জনকে নিয়ে আসে। পরে তাদের বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।  

এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।