ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

আদালত চত্বর থেকে পালানোর ২ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, জুন ১৫, ২০২৫
আদালত চত্বর থেকে পালানোর ২ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার 

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পালানোর সঙ্গে সঙ্গে আসামি দুলাল শেখকে স্থানীয়দের সহায়তায় হাতকড়াসহ গ্রেপ্তার করে পুলিশ।

অন্যদিকে, এর দুই ঘণ্টা পার না হতেই পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে অপর পলাতক আসামি সুরুজ মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার একটি মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামে দুই আসামিকে শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা। পরে এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। এ ঘটনার দুই ঘণ্টা পার না হতেই শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের দক্ষতায় পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে অপর পলাতক আসামি সুরুজ মাদবরকে গ্রেপ্তার করা হয়।  

এ ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, দুপুরে পালানোর সঙ্গে সঙ্গে আসামি দুলাল শেখকে স্থানীয়দের সহায়তায় হাতকড়াসহ গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে আমরা বিশেষ কৌশল অবলম্বন করে দুই ঘণ্টা পার না হতেই পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে অপর পলাতক আসামি সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখন আইনগত প্রক্রিয়া চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।