ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, আগস্ট ২৬, ২০২৫
মাগুরায় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান 

মাগুরা: ‘সংস্কৃতি চর্চায়, গড়ব দেশ আমরাই’ স্লোগানে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।  

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে লোকসংস্কৃতি কেন্দ্র।

 
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি মোহন সরকার, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি শুকুর আল মামুন, সাধারণ সম্পাদক এম কিউ জামান বিপ্লব, বুজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিচাঁদ বিশ্বাস ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  

শুকুর আল মামুন বলেন, বাংলাদেশ থেকে লোকসংস্কৃতি হারিয়ে যাচ্ছে। লোকসংস্কৃতির চর্চা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন স্থানে সচেতনতামূলক সংগীত পরিবেশন করছি।  

এরই আলোকে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে নানামুখী শিক্ষামূলক গান পরিবেশনের আয়োজন করেছি। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।