ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে যুবককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, অক্টোবর ৬, ২০২৫
খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে যুবককে হত্যা

খুলনা: খুলনায় ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। তিনি ইট বালুর ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।