খুলনা: খুলনায় ইমরান মুন্সী (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআরএম