নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবক (৪০) ও তারাব পৌরসভা এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সকালে দুটি পৃথক স্থান থেকে লাশদুটি উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তারাব পৌরসভায় আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। এটিও পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমআরপি/জেএইচ