ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র হলে বিএনপি রুখে দেবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, সেপ্টেম্বর ১৯, ২০২৫
দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র হলে বিএনপি রুখে দেবে: দুলু রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি কোনো ষড়যন্ত্র হয়, তা বিএনপির নেতাকর্মীরা রুখে দেবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যখনই হিন্দু সম্প্রদায়ের পূজা আসে-দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা-তখনই একটি মহল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণকে ভয় দেখানো হয় যে জঙ্গি হামলা হবে। অথচ বাংলাদেশে কখনোই জঙ্গি ছিল না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, সেজন্য নাটোরের সব মন্দিরে পাহারা দেবে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মীরা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তা প্রতিহত করবে বিএনপি।

দুলু বলেন, আমরা দেখে আসছি, দুর্গাপূজা এলে একটি মহল আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করে। আসলে এসব ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং রাজনৈতিক ফায়দা লুটে আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি নেই।

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, বিএনপি সব সময় তাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত।

দুলু বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি সব সম্প্রদায়ের পাশে রয়েছে। আপনাদের জানমাল রক্ষায় বিএনপি বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, সাংবাদিক দেবাশীষ কুমার, শিক্ষাবিদ অলক মৈত্র, বাস মালিক সমিতির নেতা অখিল পোদ্দারসহ পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির নেতারা।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।