ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভাড়া বাসায় মিলল রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান যুবকের লাশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, সেপ্টেম্বর ২১, ২০২৫
ভাড়া বাসায় মিলল রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান যুবকের লাশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করতেন কারপোভ ক্রিল

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কারপোভ ক্রিল (২৬) নামে রাশিয়ান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী শহরে হাসপাতাল রোডের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কারপোভ ক্রিল রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, কারপোভ ক্রিল ঈশ্বরদী শহরের হাসপাতাল রোড জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একা থাকতেন। শনিবার রাতে পরিবারের সদস্যরা রাশিয়া থেকে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তারা বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানান।

সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে অবশেষে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন তারা। এসময় ক্রিলকে বিছানার ওপর উপুর হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, ওই রাশিয়ান নাগরিক ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।  

ময়নাতদন্তের পর রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম মাধ্যমে লাশটি তার স্বজনদের কাছে পাঠানো হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।