ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফেঞ্চুগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকা বিমানবন্দর থেকে আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ফেঞ্চুগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকা বিমানবন্দর থেকে আটক  ছবি: প্রতীকী

সিলেট: দেশ ছাড়ার পরিবর্তে কারাগারে গেলেন সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঞ্চল্যকর জুনায়েদুল ইসলাম হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরব পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

 

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ বুধবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদ আলীকে সিলেটে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।  

গ্রেপ্তার মোহাম্মদ আলী (৩২) বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনেকটা গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে জুনায়েদ হত্যা মামলার এ আসামি। তবে বিমানবন্দর ইমিগ্রেশনে পূর্ব রিকুইজিশন থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।  

খবর পেয়ে বুধবার বিমানবন্দর থানা থেকে তাকে সিলেটের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

পুলিশ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ৫ মার্চ সকাল ৮টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকুনপুর জামে মসজিদের সামনে জুনায়েদকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হাত-পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়।  

হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিন রাতে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকে পলাতক থাকা মোহাম্মদ আলী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পাশ কাটিয়ে যেতে চাইলে ইমিগ্রেশনেই আটকা পড়েন।

এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।