ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গণগোসল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গণগোসল গণগোসল

বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নদী সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণগোসল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের তিতাস নদীতে ভাদুঘর এলাকায় সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণগোসল উদ্বোধন করেন। গণগোসলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা নদীপ্রেমিরা অংশগ্রহণ করেন।  

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ভাবে নদীগুলো দখল ও দুষণ হচ্ছে। আমরা যেন আমাদের নদীগুলোকে অক্ষত রাখতে পারি।

অংশগ্রহণকারীরা জানান, নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। তবে দিন দিন দখল ও দূষণের শিকার হয়ে দেশের নদীপথ আজ হুমকির মুখে। তারা গণগোসলের মাধ্যমে নদীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার দাবি জানান।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।