ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

‘৮ অক্টোবর থেকে সিলেটে কোনো গাড়ি চলবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘৮ অক্টোবর থেকে সিলেটে কোনো গাড়ি চলবে না’ বক্তব্য রাখছেন মইনুল ইসলাম

সিলেট: ৭ অক্টোবরের মধ্যে সিলেটে ব্যাটারিচালিত রিকশা, টমটম বন্ধের দাবি জানিয়েছে জেলা বাস-মিনিবাস কোচ ঐক্য পরিষদ। অন্যথায় ৮ অক্টোবর থেকে সিলেটে কোনো গাড়ি চলবে না, বলে ঘোষণা দেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক-লেগুনার ওপর হামলার প্রতিবাদে তিনি এ দাবি জানান।

সমাবেশে মইনুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশা ও টমটম উচ্ছেদে নেমেছে প্রশাসন। এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে, কারো ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা মামলাও করেছি। পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজি অটোরিকশার ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা বিদ্যুতের ক্ষতি করছে। তাই এই দেশ বাঁচাতে গিয়ে পরিবহন মালিক শ্রমিক আন্দোলনে থাকবে।

সংগঠনটির সভাপতি আরও বলেন, সড়কে শান্তি বজায় রাখা ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।

সভায় মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত থেকে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অবৈধ যানবাহনের দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে সভায় বক্তারা বলেন, সড়কে যাত্রী পরিবহন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহিংসতা দমন জরুরি। অবৈধ রিকশা ও টমটম চালকদের লাগাম না টানলে নগরের পরিবহন ব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

সভায় অংশগ্রহণকারীরা আরও বলেন, সিলেটের সড়কে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা বজায় রাখা শুধু প্রশাসন নয়, সবার দায়িত্ব। কিন্তু অবৈধ যান চলাচল ও শ্রমিকদের ওপর হামলা চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

প্রতিবাদ সমাবেশে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠন ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।