নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ও ইউপি সদস্য সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সকালে গণপিটুনিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি থানায় আছে। থানায় তার নামে ১০-১২টা মামলা রয়েছে। লাশটি কিছুক্ষণ পরে মর্গে পাঠানো হবে।
এমআরপি/জেএইচ