ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হাজীগঞ্জে ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, অক্টোবর ৫, ২০২৫
হাজীগঞ্জে ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু উদ্ধার ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম

চাঁদপুরের হাজীগঞ্জে একটি ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান নামের ১০ বছর বয়সি ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সামনে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল ইহসান মাদরাসা অবস্থিত। মাদরাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে ৪র্থ তলার এসির আউটডোরে দাঁড়িয়ে থাকতে দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে উদ্ধার করে শিশুটির মা মাহমুদা বেগম ও মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহ'র কাছে হস্তান্তর করেন।  

শিশুটির আটকে পড়া ও উদ্ধার কার্যক্রম দেখতে স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন। তারা ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন।

শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ রায়হান। এর আগেও সে যে মাদরাসায় পড়ালেখা করেছে, সে মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোর দাঁড়িয়ে থাকে।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুইদিন আগে মাদরাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদরাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়লো, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি আবাসিক মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।