ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, অক্টোবর ৬, ২০২৫
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক জেলেদের আটক করা হয়েছে

চাঁদপুর: ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ও আশপাশের নদ-নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা মাছের অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।  

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১১ জেলেকে আটক করা হয়। অবৈধ জাল উদ্ধার করা হয় ২৭ লাখ এক হাজার মিটার। জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ মাছ এবং ছয়টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।

অভিযান শেষে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য মাছ ধরায় সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এজন্য মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌপুলিশ তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ ধরবেন, তাদের ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

জেলা প্রশাসন, নৌপুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।